নিজস্ব প্রতিবেদন: ব্রিগেডে ময়দানে যেন অপেক্ষায় ছিল তাঁর। তিনি উঠতে শব্দের গর্জন। তিনি ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। জনতার গর্জনই যেন বলে দিল, তাঁকে শুনতেই এসেছেন। আর তারপর একেবারে 'অ্যাটাকিং মোডে' আব্বাস সিদ্দিকি। এত বড় সমাবেশে আগে বলেননি। তবে সেই অনভিজ্ঞতা ঢেকে দিলেন বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তীক্ষ্ন আক্রমণে। সিদ্দিকি বললেন,'বিজেপি ও বিজেপির বি টিম মমতাকে বাংলা থেকে উৎখাত করতে হবে।'       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বামেদের সঙ্গে জোট চূড়ান্ত বলে এ দিন জানিয়ে দেন আব্বাস সিদ্দিকি। বলেন,'মানুষের মনোভাব বুঝতে পেরে সদিচ্ছা দেখিয়েছেন বামেরা। যে তালিকা দিয়েছিলাম, তার বেশিরভাগ দাবিই মেনে নিয়েছেন। সব বাঙালিকে বলব, আগামী নির্বাচনে যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে সেখানে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও আমরা স্বাধীন করব। যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে জেতাতে হবে। দুর্দিনের ইতিহাস ভুলে কী হয়েছে, না হয়েছে সব ভুলে বিজেপি সরকার ও বিজেপির বি টিম মমতাকে বাংলাকে উৎখাত করে ফেলব।'    


সিদ্দিকি আরও বলেন, 'বাংলার স্বাধীনতা কেড়ে নিয়েছেন মমতা।  নারীদের অধিকার কেড়েছেন। ধর্ষণের মূল্য ২ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছেন উনি। আমরা জবাব দেব। চ্যালেঞ্জ দিচ্ছি, একুশে মমতাকে জিরো করে দেখিয়ে দেব।'