এবার বিধানসভায় `জোটবদ্ধ` বিরোধিতা
পূর্ব ঘোষণা মতোই বিরোধিতাতেও জোটবদ্ধ হল। আজই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন আবদুল পান্নান। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে পাশে নিয়ে তিনি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে।
ওয়েব ডেস্ক : পূর্ব ঘোষণা মতোই বিরোধিতাতেও জোটবদ্ধ হল। আজই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন আবদুল পান্নান। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে পাশে নিয়ে তিনি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে।
টাউনহলে বৈঠকের মধ্যে দিয়ে দ্বিতীয় দফার প্রশাসনিক কর্মসূচি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। দেড়ঘণ্টার বৈঠকে তীক্ষ্ণ নজর ছিল বিরোধীদের। বৈঠক শেষ হতেই একযোগে সরব হলেন তাঁরা। মূল্যবৃদ্ধি নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলেছেন মান্নান ও সুজন। রাজনৈতিক হিংসা নিয়ে সরকারকে কোণঠাসা করতে আগামী সপ্তাহেই একযোগে ময়দানে নামছে কংগ্রেস ও বামেরা। বসিরহাট ও পুরুলিয়ায় যাবে যৌথ প্রতিনিধি দল।
নির্বাচনে ভরাডুবির পর অনেকই জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, দুদলের তরফেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব জোট বজায় রাখার পক্ষেই সওয়াল করে।