বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন আবেশের পরিবারের সদস্যরা
বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল আবেশ দাশগুপ্তর পরিবার। সকালেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছে যান তাঁরা মা-দিদিমা-সহ পরিবারের পাঁচ সদস্য। নিরাপত্তারক্ষীরা তাঁদের ভিতরে নিয়ে যান। আবেশের মৃত্যু দুর্ঘটনা বলে গতকাল ইঙ্গিত দেয় পুলিস। যদিও বাড়ির লোক থেকে পাড়া-প্রতিবেশী, কেউই এই কথা খুব একটা বিশ্বাস করে উঠতে রাজি নন।
ওয়েব ডেস্ক: বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল আবেশ দাশগুপ্তর পরিবার। সকালেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছে যান তাঁরা মা-দিদিমা-সহ পরিবারের পাঁচ সদস্য। নিরাপত্তারক্ষীরা তাঁদের ভিতরে নিয়ে যান। আবেশের মৃত্যু দুর্ঘটনা বলে গতকাল ইঙ্গিত দেয় পুলিস। যদিও বাড়ির লোক থেকে পাড়া-প্রতিবেশী, কেউই এই কথা খুব একটা বিশ্বাস করে উঠতে রাজি নন।
আরও পড়ুন এভাবেই নাকি মৃত্যু হয়েছে আবেশের!
বরং, আবেশের বাড়ির লোকেদের এখনও অভিযোগ, তাকে খুন করা হয়েছে। প্রভাবশালীরা পুলিসি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন, তাই এরকম কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন আবেশের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে আবেশের, প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান পুলিসের