জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যারাথন জেরা। নিজাম প্যালেসে টানা সাড়ে ৯ ঘণ্টা জেরার মুখোমুখি হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী ও সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থায় নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ প্রশ্ন, শুভেন্দু অধিকারী বিজেপির সম্পদ। দিলীপ ঘোষ যাঁর বাড়ির দলিল প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যাচ্ছে সে দলের সম্পদ? হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লেখেন। তহলে তাদের ডাকা হচ্ছে না কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হয়তো ওঁর চোখের বিষ হয়ে গিয়েছি; গত ৫ বছরে ৫ মিনিটও সময় দেননি মমতা, অভিমানী মদন


অভিষেক বলেন, আমাকে ডাকা হয়েছে কেন? কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে? তাহলে সুদীপ্ত সেন চিঠি লিখে তো সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে। ক'বার তাদের ডাকা হয়েছে? এক জনকেও ডাকা হয়েছে? কেন তাদের ডাকা হবে না? আপনারা বলছেন আমি শহিদ মিনারে বক্তব্য রেখেছিলাম। সেখান থেকে সূত্র পেয়ে কুন্তল ঘোষ আমার নাম নিয়েছে। আরে মোদীর নাম নিতে অমিত শাহকে সিবিআই বলেছিল। অমিত শাহ নিজে বলেছেন। তাহলে অমিত শাহকে ডাকা হচ্ছে না কেন? যেদিন আমি শহিদ মিনারে জনসভা করেছিলেন সেইদিনই এক সর্বভারতীয় সাংবাদ মাধ্যমের কনক্লেভে অমিত শাহ বলেছিলেন, সিবিআই আমাকে বলেছিল মোদীর নাম নাও তোমাকে ছেড়ে দেব। কেষ্ট মণ্ডলের মেয়েকে ইডি ডেকেছে কারণ তার সম্পত্তি দেড়শো গুন বেড়েছে। কেউ যদি ভুল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু দেড়শো গুন সম্পত্তি বেড়েছে বলে সুকন্যা মণ্ডল জেলে আর ১৬ হাজার গুণ সম্পত্তি বাড়িয়ে জয় শাহ ঘুরে বেড়াবে! এটা তো হতে পারে না। এর জবাব বাংলার মানুষ ২০২১ সালে বাংলার মানুষ দিয়েছে। ২০২৪ সালেও দেবে। সিবিআই কীভাবে নিরপেক্ষ হল?


সিবিআই নিয়ে অভিষেক আরও বলেন, এসএসসি, সারদা, নারদায় এতদিন তদন্ত হচ্ছে। নেট রেজাল্ট কী? শূন্য। যারা তদন্ত করছে তাদের হয় ইস্তফা দেওয়া উচিত নয়তো যাদের কথায় তদন্ত করছেন তাদের ইস্তফা দেওয়া উচিত। ১৫ বছর নোবেল প্রাইজ নিয়ে তদন্ত হচ্ছে, জ্ঞণেশ্বরীর তদন্ত হচ্ছে। কী হয়েছে? আমাকে কিছু নাম জিজ্ঞাসা করেছে? বলেছে আপনি এদের চেনেন? বিশ্বাস করুন ৯০ শতাংশ লোকের বাড়ি পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ। কার কথা জিজ্ঞাসা করেছে তা তদন্তের স্বার্থে জনসমক্ষে আনব না।  এরা যদি ওই দুই জেলার হয় তাহলে দলের তরফে কে দায়িত্ব ছিল? তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? ৯০ শতাংশ প্রশ্নই বেকার। এনিয়ে আমি ৪-৫ বার তদন্ত সংস্থার মুখোমুখি হলাম। কারও কনভয় মানুষ মেরে চলে যাবে, ক্যামেরার সামনে টাকা নেবে তাকে জিজ্ঞাসবাদ করা হবে না? অর্পিতার বাড়িতে পার্থর বাড়ির দলিল পাওয়া গিয়েছে তাকে জেরা করা হল। আর প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেল তাকে জেরা নয় কেন? যে বিজেপি করছে তার জন্য আইন এক আর আমি তৃণমূল করি আমার জন্য আইন অন্য? বিজেপি করলে ধোয়া তুলসী পাতা হয়ে থাকতাম। যতবার ডেকেছে ততবারই গিয়েছি। দিল্লিতেও গিয়েছি। তদন্তকারী সংস্থার কাছে এটুকুতো আশা করতে পারি দুদিনের নোটিস ডাকা হোক। 


তদন্তের নাম করে জনসংযোগ যাত্রা ভাঙার চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন অভিষেক। তিনি বলেন, মোদী বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাহলে হিমন্ত বিশ্বশর্মা আপনার দলের মন্ত্রী হন কীকরে? যে ৫ লাখ টাকা হাত করে নিচ্ছে সে বিরোধী দলনেতা হন কীকরে? মহারাষ্ট্রে নারায়ণ রানে, ৪০ শতাংশ কাটমানি খেয়ে সরকার চালানো ইয়েদুরাপ্পা আপনার দলের মন্ত্রী। বিজেপির কুলটির বিধায়কের বিরুদ্ধে ব্লক সভাপতি অভিযোগ করছে গোরু পাচারের। তৃণমূল করছে না বিজেপি করছে। ওদের সিবিআই-ইডি ডেকেছে? সংবাদমাধ্যমের একাংশ প্রশ্ন তোলে তৃণমূল ওকে সাসপেন্ড করছে না কেন, ওকে সাসপেন্ড করছে না কেন? বিজপি কাউকে সাসপেন্ড করেছে?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)