প্রবীর চক্রবর্তী: শিয়রে পঞ্চায়েত ভোট। 'যাঁদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তাঁদের প্রার্থী নয়', দলীয় বৈঠকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, প্রার্থী তালিকা তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়'। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েত মেয়াদই শেষের মুখে। ভোট কবে? সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। ফলে ভোটের দিনক্ষণ ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।


এদিকে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে আসরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন দলের জেলা সভাপতিদের ভার্চুয়াল বৈঠক করলেন তিনি।  কী বার্তা দিলেন? সূত্রের খবর, বৈঠকে অভিষেক বলেন, 'আঠেরো ও তেইশের সালে পঞ্চায়েত ভোটের অনেক ফারাক। বিধায়ক ও সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে। ৪০ শতাংশ মানুষের কাছে পৌঁছানো গিয়েছে,  'আরও ৬০ শতাংশ মানুষের কাছে পৌঁছতে হবে'। তাঁর আরও বক্তব্য, পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়। অফিসে বসে হোয়াটসঅ্যাপে দল চলবে না। ইগো নিয়ে বসে থাকলে দল ছেড়ে চলে যান'।


 




আরও পড়ুন: Firhad Hakim: মাত্র ৩টি পাড়া থেকে ২০১৭ সালে পুরসভায় নিয়োগ! প্রমাণ হলে আত্মহুতি দেওয়ার ঘোষণা ফিরহাদের


এর আগে, পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটের রোস্টারে বেনিয়ম হয়েছে। বস্তুত, সেই মামলার প্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও জারি করেছিল আদালত। কিন্তু শেষপর্যন্ত ভোট-প্রক্রিয়া হস্তক্ষে করতে রাজি হয়নি হাইকোর্ট। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)