জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতে পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। 'মন্দির, মসজিদ, চার্চ বা গুরুদ্বারই হোক, আমার ধর্ম আমায় শেখায় না এমন কোনও ধর্মস্থানকে গ্রহণ করতে, যা ঘৃণা, হিংসা ও নিরাপরাধের মৃতদেহের উপর তৈরি', এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা। প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ের। আগামিকাল, সোমবার রামমন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এক সপ্তাহ ধরে চলেছে নানা আচার-অনুষ্ঠান। এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ভক্তরা।


এদিকে যে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে, সেদিন রাজ্য়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।  কলকাতায় মিছিলে হাঁটবেন তিনি নিজে।  


 




এক্স হ্যান্ডেলে অভিষেকের পোস্টটি তুলে ধরে,তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। লিখেছেন, 'Finally.. "নিরাপদ রাজনীতি"কে সরিয়ে রেখে কেউ তো এটা বলল..'  


 



ট্রেন, প্লেন কিংবা গাড়িতে চড়ে অযোধ্যা উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার পায়ে হেঁটেও! তাঁদের জন্য বিনামূল্যের খাবারে ব্য়বস্থা করেছে ইসকন ও নিহং শিখদের লঙ্গর।