Sandeshkhali | Abhishek Banerjee: `১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান`, ঘনিষ্ঠমহলে দাবি অভিষেকের!
`পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দল যদি ব্য়বস্থা নিতে পারে, তাহলে শেখ শাহাজাহানের ক্ষেত্রে দল ব্য়বস্থা নিতে পারে`।
প্রবীর চক্রবর্তী: সন্দেশখালিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, 'আদালত পুলিসকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান'। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Mamata Banerjee: 'পঞ্জাবি পাগড়ি পরে বলে তুমি তাঁকে খালিস্তানি বলে দেবে'!
সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরা, উত্তর সর্দার গ্রেফতার করেছেন পুলিস। কিন্তু শেখ শাহাজাহান কোথায়? কেন গ্রেফতার করা হচ্ছে না? স্থানীয় বাসিন্দারা যখন ক্ষোভে ফুঁসছেন, তখন তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে অভিষেক বলেছেন, 'শেখ শাহাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আদালতই! সন্দেশখালিকাণ্ডে কখনও সিবিআই, কখনও ইডি তো কখনও যৌথ দায়িত্ব দেওয়া হচ্ছে। মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত তদন্ত করতে পারছে পুলিস'। তাঁর মতে, 'আদালত যদি রাজ্য পুলিসকে দায়িত্ব দেয়, তাহলে ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহাজাহান'।
সন্দেশখালিকাণ্ডে মূল অভিযু্ক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দল যদি ব্য়বস্থা নিতে পারে, তাহলে শেখ শাহাজাহানের ক্ষেত্রে দল ব্যবস্থা নিতে পারে'।
এদিকে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার এখন সন্দেশখালিতে। এদিন সকালে ধামাখালি থেকে সন্দেশখালিতে পৌঁছন তিনি। স্রেফ থানায় বৈঠক নয়, দিনভর টোটোয় চেপে ঘুরে বেড়ান গ্রামে। এমনকী, থাকবেন রাতেও।..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)