নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর পাঠানো নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'ব্যর্থ রাজনীতিক' ও 'ছিচকাঁদুনে' -ডায়মন্ড হারবারের সাংসদের আইনি চিঠিতে ছত্রে ছত্রে এভাবেই শুভেন্দুকে কটাক্ষ করা হয়েছে। উঠে এসেছে, সারদা ও নারদার প্রসঙ্গও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে লেখা হয়েছে, 'ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গিয়েছে আপনার মক্কেলকে। নারদা-কাণ্ডে সিবিআই-ইডির তদন্তে নাম রয়েছে। সারদাকাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা বোঝা যাচ্ছে আপনার মক্কেলের মানই নেই যে হানি হবে। বলাইবাহুল্য আপনার চিঠিতে তোলা কোনও অভিযোগই ধোপে টিকছে না। সাধারণ মানুষের ভালোবাসা ও স্নেহ আপনার মক্কেলের সঙ্গে রয়েছে বলে একটা ধারণা তৈরির চেষ্টা করছেন। তবে তা ওঁর কল্পনায়। জনপ্রতিনিধি হিসেবে তাঁর ঘুষ বা সুবিধা নেওয়ার ছবিটি সাধারণের মনে এখনও গেঁথে রয়েছে। আর এটাই সত্যি। আপনার মক্কেল কল্পনার জগতে বাস করছেন।'


শুভেন্দুকে (Suvendu Adhikari) খোঁচা দিয়ে লেখা হয়েছে, 'রাজনীতিতে ব্যর্থ হয়েও নিজেকে বড় ভাবছেন। একজন অদক্ষ লোক নিজেকে একজন দক্ষ জনপ্রতিনিধিকে শিশু ও অপরিণত বলছেন। এতে তাঁর অপরিণামদর্শিতা, অদক্ষতা বোঝা যাচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে দক্ষ, দৃঢ়চেতা যুব রাজনীতিককে সমানে কটূক্তি করে চলেছেন।'



'তোলাবাজ ভাইপো' বলে প্রতিটি সভাতেই সুর চড়াচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তার জবাব দিতে গিয়ে পাল্টা সারদা-নারদা প্রসঙ্গ তুলে বিঁধছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সঙ্গেই জুড়ে দিচ্ছেন,'আমার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ থাকলে ফাঁসির মঞ্চ করে দেবেন। নিজেই মৃত্যুবরণ করব।' এই মন্তব্যটি নিয়ে অভিষেককে নোটিস পাঠান শুভেন্দু। ওই নোটিসে বলা হয়েছে,'ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ বা আত্মহত্যা চেষ্টা করলেই দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ নিষ্পত্তি হয়ে যায় না। ভারতীয় দণ্ডবিধিতে এই অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রয়েছে। আইন না জেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তৃণমূল সাংসদ।' অভিষেকের আইনজীবী চিঠিতে জবাব দিয়েছেন, 'আমার মক্কেলের কোনও বক্তব্যই সাধারণ মানুষকে বিভ্রান্ত করেনি।  সুদীপ্ত সেনকে দিয়ে যে চিঠি লেখানোর অভিযোগ করেছেন, তাও মিথ্যা এবং ভিত্তিহীন। নিজের ত্রুটি ঢাকার চেষ্টা করছেন। বাক স্বাধীনতার অধিকারেই সাধারণ মানুষকে জানানো কর্তব্য। তদসত্ত্বেও আইনি পথে হাঁটলে কঠোর জবাব দেওয়া হবে।'


আরও পড়ুন- 'আমি ভালোর সঙ্গে', লাল, সবুজ ঘুরে গেরুয়া হয়ে ব্যাখ্যা Rudranil-র