জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ইডি-র তলব অভিষেককে। কবে? দিল্লিতে যেদিন তৃণমূলের ধরনা কর্মসূচি, সেদিনই! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এবার ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখন? সকাল সাড়ে দশটায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: TMC Mission Delhi: একশো দিনের বকেয়া আদায়ে মিশন দিল্লি, কয়েক হাজার লোক নিয়ে দিল্লির পথে তৃণমূল


ব্যবধান সপ্তাহ দুয়েকের। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক। সেদিন কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছিল ইডি। দিল্লিতে না গিয়ে কলকাতায় সিজিও কমপ্লেক্সের হাজিরা দিয়েছিলেন তিনি। সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল জেরা পর্ব। কবে? ১৩ সেপ্টেম্বর।


একশোর দিনের বকেয়া আদায়ের লক্ষ্য 'মিশন দিল্লি'। কয়েক হাজার নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ৩ অক্টোবর রামলালী ময়দান ধরনার কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিস। সেদিন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার সময় চেয়েছে এ রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব।  


এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, 'আজ আবার সমন পাঠিয়েছে ইডি।  ৩ তারিখ পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কর্মসূচি, সেদিন হাজিরা দিতে বলেছে। এর থেকে বোঝা যাচ্ছে,  কারা সত্যিকারের ভীত ও সন্ত্রস্ত'।



 



আরও পড়ুন:  C V Ananda Bose: আড়িপাতা বিতর্কে বোসের অ্যাকশন, রাজভবন-রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় পুলিস!


কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'রাজনৈতিক কর্মসূচি থাকলেই ডেকে পাঠানোটা ইডির একটা কালচার, সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা কাজ, ভায়া কেন্দ্রীয় এজেন্সি। এর আগে, ইন্ডিয়ার যেদিন বৈঠক ছিল, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজধানী দিল্লির রাজপথে কাঁপিয়ে দেবে, সেই সময়ে ৩ তারিখ অভিষেককে সমন পাঠিয়ে বসে আছে ইডি'। তাঁর দাবি, 'আবার প্রমাণিত হল,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নাম রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ চক্রান্ত চলছে'।



বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, 'দীর্ঘদিন ধরে এই রাজ্যবাসী এই ঘটনাক্রম দেখতে  অভ্যস্ত হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি যখন ডাকছেন, তখন বেরিয়ে আসার পরেই বলছেন, তিনি বলছেন ফাঁসির মঞ্চে চলে যাবেন। আর ঠিক তাঁর পরেরদিন সকালবেলা তাঁরা চলে যাচ্ছেন রক্ষাকবচ নিতে। এটাই তো চলছে। সরাসরি ইডি-কে চিঠি লিখে জানান'।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)