নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটে তাঁর নেতৃত্বে বিজেপির 'ডবল ইঞ্জিন' সরকার গড়ার স্বপ্নভঙ্গ করেছে তৃণমূল। সামনে ভবানীপুর উপনির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপরই অনেকটা ভরসা করতে চাইছে ঘাসফুল শিবির। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছকে দেওয়া কৌশলেই বিরোধীদের মাত দেওয়ার পরিকল্পনা করছে ঘাসফুল শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোট প্রচারের নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমেই যাবেন ভাবনীপুরে। যেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ সেপ্টেম্বর ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে নেত্রীর হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর ২৩ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ এবং জহ্গিপুরে প্রচার করবেন তিনি। এরপর ফের ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ভবানীপুরে প্রচার করবেন তিনি। 


আরও পড়ুন: Dilip Ghosh: অর্পিতাকে অনেক দিয়েছে দল, বিস্ফোরক দিলীপ


আরও পড়ুন: Taltala Death: তালতলার বন্ধ বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ, এলাকায় চাঞ্চল্য


আসন্ন ভোটে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুরে। কারণ সেখানে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তৃণমূল সুপ্রিমোকে রেকর্ড ভোটে জেতানোর লক্ষ্য নিয়েছে তৃণমূল।