ভারতের কোনায় কোনায় মমতার বার্তা, দায়িত্ব নিয়েই আগামীর লক্ষ্য বাঁধলেন Abhishek
শনিবার দলের সাংগঠনিক রদবদলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: নতুন দায়িত্ব পাওয়ার পর আগামীর লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। টুইটারে ঘোষণা করলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে ছড়িয়ে দিতে হবে দেশের প্রতিটি কোণায়।''
বিধানসভা ভোটে মমতার পরই তৃণমূলের প্রচার সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের সাংগঠনিক রদবদলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে অভিষেক (Abhishek Banerjee) টুইট করেন,''তৃণমূল ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। প্রতিকূলতা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দলের প্রতিটি সৈনিক। বাংলাকে জিততে সাহায্য করেছেন। তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।''
এরপরই আগামীর লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়,''মানুষের পাশে থাকতে চেষ্টার কসুর করব না। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেব। প্রতিকূলতা সত্ত্বেও দল ও দলের আদর্শের পাশে থাকার জন্য সিনিয়র নেতাদের প্রণাম করছি।''
বাংলায় মোদী-শাহকে রুখে দেওয়ার পর বিরোধী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হয়ে উঠেছেন উজ্জ্বল মুখ। বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ ট্রেন্ড করেছে টুইটারে। ২০২৪ সালে দিল্লির মসনদ থেকে মোদী সরকারকে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বিরোধী দলগুলিকে এক জায়গায় আনার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা থাকতে পারে। অভিষেকের আগামীর লক্ষ্য সেই ইঙ্গিতই বহন করছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
আরও পড়ুন- যুব শাখার দায়িত্ব তোমার হাতে দিলাম, সাবধানে কাজ করতে হবে, সায়নীকে নির্দেশ Mamata-র
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)