নিজস্ব প্রতিবেদন: ''মানুষের ভালোবাসা ও ভরসার মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর।'' নতুন দায়িত্ব নেওয়ার পর আরও একটা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে দিলেন, দলের বর্ষীয়ান নেতা, নেত্রীর আশীর্বাদ ও পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন নতুন যাত্রাপথে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার দলের তিন সিনিয়র নেতা পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নেন তিনি। তার পর ফেসবুকে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন,''গতকাল তৃণমূল ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে আমাকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ আমাকে এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে। আমার এই নতুন ভূমিকার সূচনালগ্নে দলের তিন অভিজ্ঞ নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের শরিক শ্রী সুব্রত বক্সি, শ্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করলাম। তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ে পথ দেখাবে।''


শনিবার দলের বৈঠকে আরও একবার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেটাই এবার অভিষেকের মুখে। তাঁর কথায়, ''বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আরও একবার তাদের আস্থা রেখেছে। মানুষের ভালোবাসা ও ভরসার মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর। মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম অব্যাহত থাকবে।''



বিধানসভা ভোটপর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরেই তৃণমূলে আলোচিত নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশান্ত কিশোরের সঙ্গে তালমিল রেখে সাজিয়েছেন দলের রণকৌশল। রাজ্যজুড়ে সভা-সমাবেশ করেছেন তিনি। বিরোধীরাও মমতার সঙ্গে একবন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে অভিষেককে। শনিবার নতুন দায়িত্ব পাওয়ার পর এটা অনস্বীকার্য আগামী লোকসভা ভোটে আরও বড় ভূমিকা থাকবে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তা ইতিমধ্যেই একের পর এক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। 


আরও পড়ুন- 'সব উজাড় করে দেব', Abhishek-কে দেখে কাঁদলেন বক্সি; দিল্লিই লক্ষ্য, পরামর্শ সুব্রতর