নিজস্ব প্রতিবেদন: ষাটোর্ধ্বদের টিকাকরণের ক্ষেত্রে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। শনিবার পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে স্লট বুক না করেই টিকা নিতে পারবেন ষাটোর্ধ্ব ব্য়ক্তিরা৷ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরনিগমের যেকোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁরা টিকা নিতে পারবেন৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এছাড়া ফিরহাদ হাকিম আরও জানান, ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারবেন৷ সেক্ষেত্রে তাঁদের পুরসভার নির্দিষ্ট নম্বরে স্লট বুক করেই টিকা নিতে হবে৷ কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের ঘোষণা, পুরনিগমের মেগা সেন্টারগুলিতে প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পরিচারিকা, হকার ও দোকানদারদের টিকা দেওয়া হবে৷ সাউথ সিটি, রক্সি সিনেমা হল-সহ বহু এলাকায় রয়েছে কলকাতা কর্পোরেশনের এই মেগা সেন্টারগুলো৷    


আরও পড়ুুন: আমার উপরে রাগ থাকলে বাংলার জন্য প্রধানমন্ত্রীর পা ধরতে পারি: Mamata


আরও পড়ুুন: নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন বলে বিরোধী দলনেতাকে মর্যাদা দিতে পারছেন না: Suvendu


ফিরহাদ হাকিম জানান, কলকাতা কর্পোরেশনের ১৬টি বোরোতে আপাতত ১৬টি অক্সিজেন পার্লার খোলা হবে৷ বেহালা পলিটেকনিক কলেজে আগামী সপ্তাহ থেকে শুরু হবে ১০০ বেডের সেফ হোম৷