চিনারপার্কে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা লরির
লরিটিকে সরাতে দেরি হওয়ায় এলাকায় ব্যাপক যানজট। যান নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিস। কিছুক্ষেত্রে প্রাইভেট গাড়ি অন্যদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু হওয়ার আগেই চিনারাপার্কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যাল পোস্টে ধাক্কা মারল লরি। হতাহতের কোনও খবর নেই। তবে রাস্তায় তীব্র যানজট।
বৃহস্পতিবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ঠিক তার আগেই সকালেই চিনারপার্কে দুর্ঘটনা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ট্রাফিক সিগন্যাস পোস্টে ধাক্কা মারে। সিগন্যাল পোস্টটি হেলে গিয়েছে। তবে অফিস টাইম শুরু হওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটায় বড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন: মোদীর সভার আগেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন
লরিটিকে সরাতে দেরি হওয়ায় এলাকায় ব্যাপক যানজট। যান নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিস। কিছুক্ষেত্রে প্রাইভেট গাড়ি অন্যদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। দেশ বিদেশের চার হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে।
আরও পড়ুন: সমকামী সম্পর্কে ‘না’ বলাতেই খুন. মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য
লক্ষ্য রাজ্যে আরও বেশি শিল্প, বিনিয়োগ এবং কর্ম সংস্থান। সেই টার্গেটেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারের শিল্প সম্মেলনে যোগ দিতে ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, পর্তুগাল, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, বাংলাদেশ থেকে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। চিনের কুনমিং প্রদেশ থেকেও আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মোট ২৬টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন শিল্প সম্মেলনে।