ওয়েব ডেস্ক: ফের কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা। এবার উল্টে গেল জ্বালানি ট্যাঙ্কার। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তেল নিয়ে ফেরার সময় উল্টে যায় ট্যাঙ্কারটি। কার্গো অ্যাপ্রন এরিয়া দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক ব্রেক কষলে দুর্ঘটনা ঘটে। ছড়িয়ে পড়ে তেল। পৌছয় দমকল ও অ্যাম্বুল্যান্স। আগুন যাতে না লাগে সে জন্য ফোম ছড়ান হয়। CISF জায়গা ঘিরে রেখেছে। দুর্ঘটনার সময় তিরিশ মিটার দূরে দাঁড়িয়েছিল দুটি বিমান। ফলে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। চালক বিশাল তিওয়ারির বদলে ডিউটি অফিসার রাহুল বর্ধন ট্যাঙ্কারটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। আহত অবস্থায় দু-জনেই হাসপাতালে ভর্তি। ২০১৫-র ডিসেম্বরে দমদম বিমানবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল অ্যাপ্রন এরিয়াতেই জেট এয়ারওয়েজের একটি বাস দাঁড়িয়ে ধাকা এয়ার ইন্ডিয়ার বিমানকে ধাক্কা মারে। ঘুমিয়ে পড়েছিলেন বাসের চালক। ফের অ্যাপ্রন এরিয়াতেই দুর্ঘটনা ঘটায় বিমানবন্দরের পরিচালন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।