নিজস্ব প্রতিবেদন : প্রতিবারই নতুন নতুন ভাবনায় তাক লাগিয়ে দেওয়াই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ইউএসপি। ব্যাতিক্রমী ভাবনা দিয়েই পুজোয় চমক দেন দমকল মন্ত্রী সুজিত বসু। আর খেলাধুলার বিষয়েও তাঁর উত্সাহের কথা কারও অজানা নয়। তাই তাঁরই উদ্যোগে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে আসছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ। শুধু তাই নয়, ২ অক্টোবর শ্রীভূমিতে আসছেন সোনাজয়ী ব্যাডমিন্টন খেলোয়ার পি ভি সিন্ধু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মহিলাদের ব্যাডমিন্টনের বিশ্ব ​র‌্যঙ্কিংয়ে পঞ্চম স্থানে পি ভি সিন্ধু। গত মাসেই জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিয়েছেন হায়দরাবাদী শাটলার। বিশ্বজয়ী খেলোয়াড়কে পুজোয় হাজির করতে যে সুজিত বসুকে কম কাঠখড় পোড়াতে হয়নি, তা বলাই বাহুল্য। তবে, কলকাতাবাসীকে প্রতিবারের মতোই নতুন কিছু উপহার দিতে বদ্ধপরিকর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অন্যদিকে পুজোর উদ্বোধনে হাজির থাকবেন মিতালি রাজও। মহিলাদের ক্রিকেটে আইসিসি-এর বিশ্ব ​র‌্যঙ্কিংয়ে ব্যাটিংয়ের নিরিখে ষষ্ঠ স্থানে তাঁর নাম। 


আরও পড়ুন: বুধবার বিকেল সাড়ে ৪টেয় মোদী-মমতা বৈঠক, জানানো হল প্রধানমন্ত্রীর দফতরের তরফে


শ্রীভূমির পুজোয় এবারের সাজসজ্জায় চমক কী? সে বিষয়ে যদিও এখনই মুখ খুলতে নারাজ পুজোর উদ্যোক্তারা। তবে জানা গিয়েছে, এ বছর পুজোর আলোকসজ্জায় থাকছে চন্দ্রযান-২-এর থিম। আবার বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের আবহও তুলে ধরা হবে মন্ডপের আলোকসজ্জায়। এক কথায় তারকা খেলোয়াড় ও চমকপ্রদ মন্ডপ-সজ্জা, দুইয়ের মিশেলে প্রতিবারের মতই সকলকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত সুজিত বসু। 


তবে, পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কি না, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, এখনও পর্যন্ত মু্খ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় নেই সুজিত বসু ক্লাব। তবে, পুজোর উদ্বোধনে তারকা খেলোয়াড়দের সঙ্গে তিনিও থাকবেন কি না, তাই নিয়ে চলছে জোর জল্পনা।