মৌমিতা চক্রবর্তী
 
রাজ্যে গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, রেশন ব্যবস্থায় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে রাজ্য সরকার। দারিদ্র সীমার নিচে বা বিপিএল তালিকায় নাম রয়েছে তৃণমূলের মুখ্যসচেতক তথা বিধায়ক নির্মল ঘোষের। সেই অভিযোগ খারিজ করে নিজের রেশন কার্ড পেশ করেছেন নির্মলবাবু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুললেন অধীর চৌধুরী। এনিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রমাণ হিসেবে নথিও দিয়েছেন তিনি। অধীর চৌধুরীর অভিযোগ, সারদা-নারদার পর রেশন দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস। পানিহাটির বিধায়ক তথা তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের নাম রয়েছে বিপিএল তালিকায়। 



অধীর চৌধুরীর অভিযোগ নস্যাত্ করে নির্মল ঘোষের দাবি, বিপিএল তালিকাভূক্ত নন তিনি। রেশন কার্ডটিও পেশ করেছেন তৃণমূল বিধায়ক। 



উল্লেখ্য, দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে চাষিদের কাছ থেকে কম দামে ধান কেনার অভিযোগ করেছিল বিজেপি। সেই অভিযোগ খারিজ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


আরও পড়ুন- ইমরানের নাটকে মজছেন না মোদী, তিন বাহিনীর প্রধানকে ডেকে স্পষ্ট নির্দেশ