নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গণতন্ত্রের স্বার্থে ভোটগ্রহণ জরুরি বলে মনে করেন অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। তাঁর অভিমত, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া উচিত।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন,'ভোট নিশ্চয়ই করতে হবে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া জরুরি। ভোট না হলে গণতন্ত্র বাঁচবে কীভাবে! পুরভোট ও মুখ্যমন্ত্রীর নিজের ভোট বাকি। আবারও বলছি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হোক।' পরীক্ষা বাতিল অথচ উপনির্বাচন হলে ছাত্রছাত্রীরা বঞ্চিত মনে করতে পারে বলেও মনে করেন অধীর। তাঁর বক্তব্য,'কেরলে তো পরীক্ষা হয়েছে। কোনও বিপদ হয়নি। পরীক্ষার সঙ্গে ভোট হলে কোনও বঞ্চনা থাকবে না।'


বিধানসভা ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী  ৬ মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। সে কথা মাথায় রেখে কোভিড পরিস্থিতিতে ভারত সরকার আইনে সংশোধন আনতে পারে বলে পরামর্শ দেন অধীর। তাঁর কথায়,'উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকেও ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে। জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধন করুক ভারত সরকার। ৬ মাসের পরিবর্তে ১ বছরের মধ্যে উপনির্বাচনে জিতে আসার ব্যবস্থা করা যেতে পারে। এনিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করুক। তা ছাড়া ৬ মাস ইস্তফা দিয়ে পরের দিন আবার মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে কোনও ব্যবস্থা অপরিবর্তিত নয়। বদলের সুযোগ আছে। বিকল্প ব্যবস্থার কথা সবার ভাবা দরকার।'


 প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন হয়নি। আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় উপনির্বাচন বাকি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) জানান,'উপনির্বাচন অনেকগুলি কেন্দ্রে বাকি। আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক। সকাল ১০ থেকে ৭টা পর্যন্ত প্রচারের সময় দিলেই হয়ে যাবে। এর চেয়ে বেশি নিতে চাই না।'


আরও পড়ুন- উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)