নিজস্ব প্রতিবেদন : "কোনও দরকার নেই ওয়েট করার। ছিঃ, ছিঃ, আমরা একবারও বলিনি ওয়েট করতে।  দিদিকে বলছি, দিদি উত্তরপ্রদেশে যান, বিজেপিকে (BJP) হারিয়ে আসুন। দিদি ত্রিপুরায় গিয়েছিলেন, বিজেপিকে হারাতে। আমাদের কোনও আপত্তি ছিল না তো। দিদি গোয়ায় গিয়েছেন, বিজেপিকে হারিয়ে চলে যান। কোনও আপত্তি নেই তো। গোয়ার মানুষ যখন ভোট দিয়েছিল আমাদেরকে, তখন তো কংগ্রেসের কাছে আগে আসা উচিত ছিল, যে  আপনাদের পিছন পিছন আমরাও আছি। ত্রিপুরা দখল করতে গিয়েছিল, গল্প শেষ। দিদি এখন গোয়া দখল করতে যাচ্ছে, যাক, যদি দখল করে দিদিকে ধন্যবাদ জানাব। নিশ্চিত ধন্যবাদ জানাব। রাজনৈতিক কোনও পারফরম্যান্সকে আমরা সবসময় ধন্যবাদ জানাই। কংগ্রেস (Congress) যদি খারাপ হয়ে থাকে, গোয়ায় কংগ্রেস ইচ্ছাকৃত ক্ষমতা হারিয়েছে, তাহলে ভোটের মাঝখানে কংগ্রেসের কাছে তৃণমূলের (TMC) থেকে প্রস্তাব এল কেন? স্থান পরিবর্তন আপনারা করছেন। রোলিং স্টোনের মত চলছেন আপনারা। একবার এখানে, একবার ওখানে।" জোট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা বললেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। ওইসব রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বিভিন্ন দল। কিন্তু বিজেপি বিরোধী দলগুলি একজোট হলে শক্তি বাড়ত। এমন এক পরিস্থিতিতে কংগ্রসেকে (Congress) বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট কি সম্ভব? রবিবার জি ২৪ ঘণ্টাকে এক সাক্ষাতকারে এর ব্যাখ্য়া দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। অভিষেক বলেন, "আমরা যদি ভাবি, কংগ্রেসের উপরে নির্ভর করে বিজেপিকে (BJP) হারানো যাবে, তবে বলব নিশ্চয় যাবে। কিন্তু ততদিনে বিজেপি এতটাই শক্তিশালী হয়ে যাবে আপনি কিছু করতে পারবেন না। কংগ্রেস মুখে বলে এক কথা আর কাজে করে অন্য জিনিস। ওরা বিজেপির বিরুদ্ধে কিছু করছে না। গত কয়েক বছর তৃণমূল (TMC) যেভাবে বিজেপির সঙ্গে লড়াই করেছে, সেই লড়াইটা কি পঞ্জাবে দেখা গিয়েছে? গোয়ায় দেখা গিয়েছে? কংগ্রেস সক্রিয় হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পর। ভোট ঘোষণার পর হাতে থাকে ২ মাস। ওই সময়ে আপনি কী করবেন? মানুষের দাবিদাওয়া নিয়ে আপনাকে মাঠে ময়দানে পড়ে থাকতে হবে। ফেসবুক, টুইটারে যদি বিজেপি বিরোধী কোনও পোস্ট করি তাহলে হবেটা কী! মুখে বলা আর মাঠে-ময়দানে নেমে কাজ করার মধ্যে অনেক তফাত।" 


পাশাপাশি, আরও একটি বিষয়েও স্পষ্ট উত্তর দেন অভিষেক। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। অখিলেশের হয়ে সভাও করবেন তৃণমূল নেত্রী(Mamata Banerjee)। এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) সমাজবাদী পার্টি যদি বিজেপিকে ঠেকিয়ে দিতে পারে তাহলে অখিলেশ যাদবই তো মোদী বিরোধী মুখ হিসেবে সামনে এসে যাবেন? তৃণমূলের তাতে কী? যার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সাফ বলেন, "সমস্য়া এখানেই। যদি কেউ ভাবে আমি মোদীকে আটকে আমি বড় হয়ে যাব তাহলে কী করা যাবে? আগে আমাদের ভাবতে হবে কীভাবে মোদীকে আটকানো যাবে। কংগ্রেস তো এই জন্যই আটকে রয়েছে। কংগ্রেস মনে করছে আমি দুনম্বরে রয়েছি, ঠিক আছে। কিন্তু তৃণমূল যদি চলে আসে তাহলে আমি ৩ নম্বর হয়ে যাব। ওরা দু'নম্বরে থাকতে ভালোবাসে। অখিলেশ যাদব যদি ভোটে জিতে বড়মুখ হয়ে যায়, তাহলে যাবে। শেষপর্যন্ত কে প্রধানমন্ত্রী হবে তা তো এখানে বসে ঠিক করা যাবে না।"


আরও পড়ুন, Exclusive Abhishek: 'ওর মন্তব্য ইগনোর করছি ', অভিষেকের খোঁচার পাল্টা কল্যাণ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)