নিজস্ব প্রতিনিধি: জিডি  বিড়লা কাণ্ডের পর পড়ুয়াদের সুরক্ষায় জোর দিচ্ছে অন্যস্কুলগুলিও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছেন শিক্ষিকারা। বোঝানো হচ্ছে ভাল-খারাপের পার্থক্য। কারণ বিশ্বাসের জায়গা থেকেই আঘাতের আশঙ্কা সব থেকে বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: গুগল আনছে নতুন ইন্টারনেট সাথী প্রকল্প, মহিলাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ


জিডি বিড়লার ঘটনায় উত্তাল হয়েছে শহর।  এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় বাড়তি নজর দিচ্ছে স্কুলগুলি। অনেক স্কুলেই পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা সরাসরি আলোচনা করছেন। বোঝানো হচ্ছে ভাল আর খারাপ স্পর্শের পার্থক্য। শিক্ষক থেকে স্কুল বাসের ড্রাইভার, কারেও ব্যবহার খারাপ লাগলেই অভিযোগ জানাতে পড়ুয়াদের নির্দেশ দিয়েছে একটি স্কুল।


কিছু স্কুল আবার সাফ জানিয়ে দিয়েছে ভাল হোক বা খারাপ,  স্পর্শের কোনও প্রয়োজনই নেই। জিডি  বিড়লা কাণ্ড নিয়ে স্কুল পড়ুয়াদের মনেও প্রশ্ন কম ছিল না। তবে আলোচনা করে তাদের সচেতন করছে স্কুলগুলি।


আরও পড়ুন: কলকাতার হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু শিশুর, অভিযোগ হয়রানির


মনোবিদরা বলছেন, শিশুর কাছের অথবা বিশ্বাসের মানুষটির কাছ থেকে আঘাত আসার আশঙ্কা সবচেয়ে বেশি। ছোটরা সবসময়ই খারাপ লোকেদের সফ্ট টার্গেট। তাই রাখঢাক না করে তাদের ভালখারাপের পার্থক্য বোঝানোটাই সব থেকে জরুরি। বলছেন বিশেষজ্ঞরা।