নিজস্ব প্রতিবেদন: ফের রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি গুরুতর আহত রোগীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোগীর পরিবার জানিয়েছে,  ২২ জানুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন শিলিগুড়ির বাসিন্দা রতনশীল চন্দ্র। ভর্তি হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু  পায়ের গুরুতর আঘাতের সঠিক চিকিৎসা মেলেনি সেখানে। অতঃপর তাঁকে রেফার করা হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে ভর্তি নেওয়া হয়না। শুরু হয় টানাপোড়েন। রোগীকে নিয়ে যাওয়া হয় আরজি করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। সেখানেও ফিরিয়ে দেওয়া হয় রোগীকে। তারপর আবার এসএসকেএম-এ রোগীকে নিয়ে আসেন রোগীর পরিবার। সেখানে ঠাঁয় সারারাত রোগীকে নিয়ে ঠান্ডার মধ্যে হাসপাতালের বাইরে বসে থাকে পরিবার।


বেড খালি নেই বলে ভর্তি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে রোগীর পরিবারকে।