নিজস্ব প্রতিবেদন:  জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের (TMC) সমস্ত পদের অবলুপ্তি নিয়ে টুইট অমিত মালব্যর (Amit Malviya)। শাসক দলকে টুইটে খোঁজা  বিজেপি (BJP) নেতার। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী টুইট করেছেন অমিত মালব্য (Amit Malviya)?


টুইটে বিজেপি নেতা লিখেছেন, "এক ব্যক্তি এক পদ ইস্য়ুতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ইস্তফার হুমকির পর দলের সমস্ত পর অবলুপ্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক ঘনিষ্ঠদের কোণঠাসা করতে নতুন কমিটি গঠন করেছেন। এরপরের পদক্ষেপ কী? সব মন্ত্রীদের বরখাস্ত করে একা সরকার চালাবেন?"



পাল্টা কুণাল ঘোষ বলেন, "বিজেপিতে যাঁরা বিদ্রোহ করেছেন তাঁরা অমিত মালব্যর নাম দিয়েছেন টুইট মালব্য। একজন পরিযায়ী নেতা যাঁর কোনও জনভিত্তি নেই। সে শুধু টুইট করে। শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তেওয়ারি দিকে দকে আপনাদের নেতারা কী বলছেন আগে সেটা নিয়ে একটা টুইট দেখি। বিধানসভা ভোটের আগে টুইটে কুৎসা করেও গোহারা হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে টুইট মালব্য কোনটাতেই শেখেনি।"


শনিবার কালীঘাটে তৃণমূলের হাই ভোল্টেজ মিটিংয়ে জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম নির্ধারণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ২০ জনের কর্ম সমিতিতে তৈরি হয়। যার চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কমিটিতে রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, আসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, অরুপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। কর্মসমিতির সদস্যদের পদ এখনও ঠিক হয়নি। তা নির্ধারণ করবেন খোদ তৃণণূল সুপ্রিমো। ফলে বর্তমানে তৃণমূলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ছাড়া আর কারও কোনও পদ নেই। 


প্রসঙ্গত, Zee ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে 'এক ব্যক্তি, এক পদ' নিয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপদ তৃণমূলের অন্দরে 'এক ব্যক্তি, এক পদ' নিয়ে জোর সওয়াল ওঠে। বিশেষ করে যুব ব্রিগেড এরপক্ষে সুর চড়ায়। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শুরু হয়।