জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বার বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে এই বোমাতঙ্ক ছড়াই। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি যখন কলকাতা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই সময় হঠাত এয়ারপোর্ট ম্যানেজারের কাছে ফোন আসে। ফোনে বলা হয় বোমা রাখা রয়েছে বিমানে। ভাগ্যবসত তখন মাটি ছেড়ে আকাশে পৌঁছায়নি বিমানটি। তড়িঘড়ি রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Entally Incident: আর জি কর আবহে ফের সিভিকের দৌরাত্ম্য! মহিলার বাড়িতে ঢুকে...


সমস্ত যাত্রীদের নামানো হয় বিমান থেকে। যদিও অনেকক্ষণ সন্ধান করলেও বোমার খোঁজ পাওয়া যায়নি। যদিও এই ঘটনায় একজনকে আটক করেছে CISF। ঘটনাস্থলে এসে পৌঁছায় বোম স্কোয়াড সহ কেন্দ্রীয় বাহিনীর একাংশ। তল্লাশি প্রক্রিয়ার কারণে বিমান উড়ানে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার দুপুরে হঠাৎই কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়।  


প্রসঙ্গত, বেশকিছু সময় ধরেই ভারতীয় বিমানবন্দরের বারবার বোমাতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগেই একসঙ্গে দেশের ১৮টি বিমানে একই সঙ্গে হুমকি আসে। এক্স হ্যান্ডেল ব্যবহার করে সারাদেশে ১৮টি বিমানে বোমা রাখা আছে বলেই ছড়িয়ে দেওয়া হয় আতঙ্ক। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় মোট ১৮ টা বিমানে বোমা রাখা আছে বলে এমনটাই উল্লেখ করা হয়েছে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে। 


আরও পড়ুন: RG Kar Incident: 'অভিযুক্ত একজন-ই'! সোম থেকে শিয়ালদহ কোর্টে শুরু আরজি করকাণ্ডের বিচারপর্ব...


কলকাতা থেকে দিল্লিগামী ভিস্তারা বিমান, বেঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান সহ মোট পাঁচটি বিমানে বোমা আছে, এমনটাই উল্লেখ করা হয়েছিল। গত সপ্তাহেই কলকাতা বিমানবন্দরে প্রায় ৭টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও সবগুলি বিমানেই বোমা রাখার তথ্য ভুয়ো। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)