সপ্তাহের শুরুতেই টানা বৃষ্টিতে নাজেহাল দশা শহরবাসীর
সপ্তাহের প্রথম কাজের দিনেই সে কী বৃষ্টি। ছাতা মাথায় কোনওরকমে কাজের পথে হেঁটে নাকাল দশা। তারপর রাস্তায় জল। গাড়ি সারে সারে দাঁড়িয়ে। ট্রাফিক জ্যামে দীর্ঘক্ষণ ফেঁসে। ফোন, হোয়াটসঅ্যাপে তখন লেখা হচ্ছে, `আজ যেতে একরটু দেরি হবে রে।` স্কুলগুলোতে কোথাও হাফ ছুটি, কোথাও আবার একটু আগে ছুটি। ছেলে-মেয়েকে আনতে গিয়ে মা-ও পুরো ভিজে গেল।
ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনেই সে কী বৃষ্টি। ছাতা মাথায় কোনওরকমে কাজের পথে হেঁটে নাকাল দশা। তারপর রাস্তায় জল। গাড়ি সারে সারে দাঁড়িয়ে। ট্রাফিক জ্যামে দীর্ঘক্ষণ ফেঁসে। ফোন, হোয়াটসঅ্যাপে তখন লেখা হচ্ছে, 'আজ যেতে একরটু দেরি হবে রে।' স্কুলগুলোতে কোথাও হাফ ছুটি, কোথাও আবার একটু আগে ছুটি। ছেলে-মেয়েকে আনতে গিয়ে মা-ও পুরো ভিজে গেল।
আরও পড়ুন- আজ দিনের সব খবর
এই হল আজকের কলকাতা। বৃষ্টি যেখানে জ্বালিয়ে খেল।
আরও পড়ুন- দরজায় কড়া নেড়ে অ্যাসিড হামলা
একটানা বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর বিভিন্ন এলাকা। জল জমায় উত্তর ও দক্ষিণ কলকাতায় ধীর গতিতে যান চলাচল করছে। অফিস টাইমে সমস্যায় সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে হাওড়ায় কারশেডে জল জমে গেছে। একাধিক জায়গায় বিকল সিগন্যালিং ব্যবস্থা। হাওড়া শাখায় ধীর গতিতে চলছে ট্রেন।
আরও পড়ুন- ইংরেজির কোন মাসে জন্ম হলে আপনার চরিত্র কেমন হয় জানুন