ওয়েব ডেস্ক: আগামী মাসে বিধানসভা উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের মত এই বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল প্রার্থী তালিকায় চমক দিল। হাওড়ার সাংসদ প্রসূণ ব্যানার্জির পর এবার তৃণমূলের টিকিটে লড়তে দেখা যাবে আরও এক ফুটবলারকে। বসিরহাট (দক্ষিণ) কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন ময়দানের সাড়া জাগানো ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অন্যদিকে, শিখা মিত্রর পদত্যাগে খালি হয়ে যাওয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। এর আগেও অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল বসিরহাট দক্ষিণ ও চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামি ১৩ সেপ্টেম্বর। ফল ঘোষণা ১৬ সেপ্টেম্বর। সিপিআইএম বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয় বসিরহাট দক্ষিণ আসনটি। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী বিধায়ক শিখা মিত্র পদত্যাগ করায় খালি হয়েছিল উত্তর কলকাতার চৌরঙ্গী আসনটি।   


এই দুই আসনেই বিজেপির কাছে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তৃণমূলের দুই তারকা প্রার্থীকে। কঠিন চ্যালেঞ্জ ফুটবলার দীপেন্দু বিশ্বাসের কাছে। কারণ লোকসভা নির্বাচনে ফলাফলের নিরিখে বসিরহাট দক্ষিণ কেন্দ্র অনেক ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে সিপিআইএম, বিজেপি এবং সোমেন মিত্রর সংগঠনের সঙ্গে। লোকসভা নির্বাচনে এই চৌরঙ্গি কেন্দ্রে লিড পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র।


২০১১ বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী আসনে তৃণমূল প্রার্থী শিখা মিত্র জিতেছিলেন প্রায় ৫৭ হাজার ভোটে। অন্যদিকে, ২০১১ বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে ১২,০০০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন নারায়ণ মুখোপাধ্যায়।