ওয়েব ডেস্ক: দুর্ঘটনার পর কেটে গেছে তিনদিন। এখনও অধরা চালক। হাত গুটিয়ে বসে পুলিস। এমনই অভিযোগে স্থানীয় বাসিন্দাদের। আর তারই জেরে বিক্ষোভে উত্তাল কাঁকুরগাছি। বিক্ষোভ হঠাতে লাঠি চালায় পুলিস। তরতাজা ছেলেকে পিষে দিয়েছে ট্রাক। কেটে গেছে তিন-তিনটে দিন। এখনও অধরা চালক। চোখের জলে ক্ষোভের আগুন।পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদে সোমবার বেলায় কাঁকুড়গাছি মোড় অবরোধ করেন হাজারখানেক মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নেতাজি স্মরণে ওয়েলিংটন থেকে নেতাজি মূর্তি পর্যন্ত মিছিল করলেন বাম নেতৃত্ব


ব্যস্ত সময়ে অবরোধে মুহুর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধকারীদের একটাই দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে ট্রাক চালক ও মালিককে। পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ।প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ ছিল কাঁকুড়গাছি মোড়। তড়িঘড়ি পৌছয় পুলিস। বেধড়ক লাঠিচার্জ করে তুলে দেয় অবরোধ।অবরোধ উঠলেও, ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।


আরও পড়ুন  শিয়ালদায় পুরবী সিনেমার পাশে একটি ব্যাগের কারখানায় আগুন লাগে