ওয়েব ডেস্ক: রেডরোড কাণ্ডের তদন্তে অখুশি। পুলিসের ওপর চাপ বাড়াচ্ছে বায়ুসেনা। যৌথ তদন্তের দাবি জানিয়ে বায়ুসেনা চিঠি দিল কলকাতা পুলিস কমিশনারকে। ঘটনার পর চোদ্দদিন কেটে গেছে। গ্রেফতার সাম্বিয়া সোহরাব, তার দুই বন্ধু জনি ও শানু। কিন্তু এখনও ফেরার মহম্মদ সোহরাব ও আম্বিয়া সোহরাব। কতদূর এগোল তদন্ত? মঙ্গলবার ইস্টার্ন কমান্ডের বায়ুসেনা প্রধানকে ফোন করেন নিহত বায়ুসেনার কর্পোরাল অভিমণ্যু গৌড়ের বাবা। তার পরেই পুলিসের ওপর আরও চাপ বাড়াল বায়ুসেনা ।


ঘটনার যৌথ তদন্তের দাবি জানিয়ে ১৯ জানুয়ারি নগরপাল সুরজিত্‍ কর পুরকায়স্থকে বায়ুসেনা চিঠি পাঠায়। ঘটনার দিন কর্তব্যরত পুলিসকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বায়ুসেনা। তাঁদের  নামের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। তদন্তকারী দলে একজন মিলিটারি পুলিসকে রাখার জন্য সেনার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণও।