ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটকাণ্ডে, এবার প্রকাশ্যেই সাসপেন্ড হওয়া পাইলটদের পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া। কার্যত চ্যালেঞ্জ জানানো হল তাঁদের সাসপেনশনের সিদ্ধান্তকে।  দুই পাইলটের সাসপেনশন তুলে নিতেও অনুরোধ জানিয়েছে এয়ার ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- DGCA-র তদন্তে ফাঁস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের আসল সত্যি!


বিমান সংস্থার বক্তব্য, জ্বালানি শেষ হয়ে আসছে এমন কথা ATC-কে কখনই জানাননি পাইলট। সেদিন আগরতলা-কলকাতা রুটের ওই বিমানের পাইলট ছিলেন জয়দীপ ব্যানার্জি। তাঁর কাছে, ইন্ডিগোর বিমানটিকে আগে নামার সুযোগ করে দিতে বলে ATC। ক্যাপ্টেন তখন জানতে চান, ইন্ডিগোর জ্বালানি কি ফুরিয়ে আসছে? এ প্রশ্নে, ATC-র জবাব ছিল, না। এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন তখন পরপর বিমান নামানোর কথা বলেন। ফলে পাইলটের এক্ষেত্রে কোনও দোষ ছিলনা।DGCA-র কাছে দাবি এয়ার ইন্ডিয়ার।