ওয়েব ডেস্ক : CID-র হাতে ধরা পড়তেই ভোল বদল অজয় তিওয়ারির। বললেন, "অ্যালোপ্যাথ নয় তিনি নাকি হোমিওপ্যাথি চিকিত্সক!"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও, কোঠারি মেডিক্যাল সেন্টারের কাগজে MBBS হিসেবে দিব্বি রয়েছে তাঁর নাম। সেই পরিচয় আরও কয়েকটি ক্লিনিকে চিকিত্সা। এখন প্রশ্ন উঠছে, হোমিওপ্যাথ চিকিত্সক হয়েও কীভাবে তিনি এতদিন অ্যালোপ্যাথির চিকিত্সা চালিয়ে গেলেন?


কোঠারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অসমের রেজিস্ট্রেশন নম্বর দেখেই তাঁকে ভিজিটিং ডাক্তার হিসেবে নিয়োগ করা হয়েছিল। এরাজ্যে রেজিস্ট্রেশন নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে আর কোঠারিতে যাননি অজয় তিওয়ারি।


তবে, অজয় তিওয়ারির হোমিওপ্যাথি ডিগ্রির কথা মোটেও মানছে না CID। তিনি MBBS-পরিচয়ে চিকিত্সা চালাতেন বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে সাফ জানাল CID।


আরও পড়ুন, জালচক্রে CID-র  জালে এবার কোঠারি মেডিক্যালের নামী ডাক্তার