প্রাক্তন বায়ুসেনা অফিসার হার ছিনতাই, অভিযুক্ত অটোচালক
প্রাক্তন বায়ুসেনা অফিসার সজল তালুকদার নিজের চারচাকা গাড়ি নিয়ে গাঙ্গুলিবাগান এলাকা থেকে যাচ্ছিলেন।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন বায়ুসেনা অফিসারকে মারধর ও গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালানোর অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ঘটনা গাঙ্গুলিবাগান এলাকার।
আরও পড়ুন- হিন্দু জামাইয়ের ঔরসের সন্তান মেয়ের গর্ভে! ফোন করে ডেকে গর্ভপাত করাল বাপেরবাড়ি
প্রাক্তন বায়ুসেনা অফিসার সজল তালুকদার নিজের চারচাকা গাড়ি নিয়ে গাঙ্গুলিবাগান এলাকা থেকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি অটোর সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। শুরু হয় বচসা। অভিযোগ, অটোচালক খামচি মারে প্রাক্তন বায়ুসেনা অফিসারকে। এরপরেই সোনার চেন ছিনতাই করে পালায় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিস।
আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!
প্রাক্তন বায়ুসেনা অফিসারকে মারধরের অভিযোগে অটোচালককে গ্রেফতার করেছে পুলিস। গড়িয়া-গোলপার্ক অটো ইউনিয়নের তরফে জানানো হয়, তারাই অভিযুক্তকে পুলিসের কাছে দিয়ে আসেন। কয়েকজনের জন্য সমস্ত অটোচালকের বদনাম হচ্ছে। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আশ্বাস অটো ইউনিয়নের সম্পাদকের।