নিজস্ব প্রতিবেদন:    ২০১১ সালের সংগ্রামপুর বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশাহ সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত।  ৬ বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার রায় দিল আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা বিচারক। শুক্রবার সাজা ঘোষণা।  বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতায় ফের বসে গেল ব্রিজ! এই মুহূর্তের বড় খবর


 ২০১১ সালের ডিসেম্বর মাসে মগরাহাট, উস্তি-সহ ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৭৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে বিষমদ খেয়ে। মগরাহাট এবং উস্তি থানাতে দু’টি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পরে  তদন্তের দায়িত্বভার যায় সিআইডি-র হাতে।


আরও পড়ুন: কীভাবে খুন করা হবে সাত বছরের মেয়েকে, খেতে বসে স্বামীকে পরামর্শ দিয়েছিলেন স্ত্রী!


বিষমদকাণ্ডের অন্য মামলাটির বিচারও শেষ পর্যায়ে।  কয়েক দিনের মাথায় ওই মামলারও রায় ঘোষণা হবে বলে জানা গিয়েছে।