নিজস্ব প্রতিবেদন : কোয়ারেন্টাইনে পাঠানো এনআরএস-এর ৩৯ জন চিকিৎসক আপাতত বিপদ মুক্ত। বিপদ মুক্ত কোয়ারেন্টাইনে থাকা ১৬ জন নার্সও। জানা গিয়েছে, তাঁদের থেকে সংগৃহীত লালারসের রিপোর্ট নেগেটিভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন ১৪ দিনের মধ্যে ফের আরেকবার নমুনা পরীক্ষা করে দেখা হবে। সেবারও নোভেল করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এলে, কাজে যোগ দেবেন তাঁরা। উল্লেখ্য, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান স্টাফ মিলিয়ে মোট ৭৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৩০ জনের নমুনার রিপোর্ট মঙ্গলবার নেগেটিভ এসেছিল। আজ বুধবার আরও ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এল।


প্রসঙ্গত, শনিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় নোভেল করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তির। হিমোফিলিয়া আক্রান্ত ওই ব্যক্তিকে প্রথমে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে তাঁকে সিসিইউতে রাখা হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্টে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ পজেটিভ আসতেই হাসপাতাল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। হাসপাতালের অধ্যক্ষ, সুপার, চিকিৎসক, নার্স, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন সবাইকেই কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নজরে রাখা হয় স্বাস্থ্যকর্মীদেরও।


চিকিৎসকদের একাংশ অভিযোগ করেন, রোগীর সম্পর্কে আগে থেকে জানানো হলে বা রিপোর্ট ঠিক সময়ে এলে এমন বিপর্যয় হত না। ওই ব্যক্তি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে সঠিক তথ্য না থাকাতেই এমন ঘটনা ঘটেছে। করোনা আতঙ্কে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল এনআরএস-এর চিকিৎসা পরিষেবা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস।


আরও পড়ুন, সংক্রমণ এবার কলকাতার রাজপথেও! করোনায় আক্রান্ত ২ ফুটপাথবাসী , উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন