নিজস্ব প্রতিবেদন- তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কথামত কোভিড মোকাবিলায় উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক শেষ করে সাংবাদিকদের কাছে নয়া নির্দেশিকা ঘোষণা করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী আছে নির্দেশিকায়?


১. বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ
২. মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী
৩. দূরপাল্লার বাস ও ট্রেনেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক
৪. বিমান যাতায়াতে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, পজিটিভ হলেই সোজা কোয়ারেনটাইন
৫. সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরা
৬. সকাল ৭-১০ টা আর বিকেল ৫-৭ টা খোলা থাকবে বাজার-দোকান
৭. গয়নার দোকান খোলা থাকবে ১২-৩ টা
৮. ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০-২ টা
৯. ৫০ জনের বেশি জমায়েত নয় কোথাও, তারও অনুমতি লাগবে
১০. রাজ্যে সব রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ


আরও পড়ুন: ’ছোট বোন’ মমতাকে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা পার করে শান্তি প্রতিষ্ঠার অনুরোধ রাজ্যপালের