নিজস্ব প্রতিবেদন: ৮ জুন থেকে খুলছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস। ১ জুন থেকে খুলবে জুটমিল, চায়ের দোকানও। ১ জুন থেকেই খুলছে মন্দির, মসজিদ, গুরুদ্বার। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসছেন। সেখানে কি আদৌ কোনও সুরক্ষাবিধি মানা হচ্ছে। একটা সিটে তিন জন করে আসছেন, গাদাগাদি অবস্থা। ট্রেনে এতগুলো মানুষ গাদাগাদি করে যেতে পারলে চায়ের দোকান, মন্দির, অফিস, জুটমিলও খুলুক।"
কর্মস্থল, দোকান সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
#১ জুন থেকে চায়ের দোকান, জুটমিল খুলবে একশো শতাংশ
#৮ জুন থেকে একশো শতাংশ কর্মী নিয়েই খুলবে সব অফিস (সরকারি, বেসরকারি)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০১জন কোভিড সংক্রমিত
ধর্মস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা


#১ জুন থেকে খুলবে মন্দির, মসজিদ, গুরুদ্বার
#আগামিকাল, শনিবার থেকেই এইগুলো পরিস্কার করা শুরু হয়ে যাবে
#তবে মন্দির, মসজিদ কিংবা গুরুদ্বারে ১০ জনের বেশি ঢোকানো যাবে না
#সকাল ১০ টা থেকে খুলবে
#ধর্মস্থানগুলিতে স্বেচ্ছাসেবক রাখতে হবে
#ভিতরে বড় কোনো অনুষ্ঠান করা যাবে না।

মুখ্যমন্ত্রী বলেন, "জ্বর বেশি হলে সাধারণ হাসপাতালে বা স্থানীয় চিকিত্সালয়ে নয়, কোভিড হাসপাতালে যান। পরীক্ষা করিয়ে নিন।"
তিনি বলেন, "বস্তির থেকে কিন্তু বিল্ডিংগুলিতে বেশি সংক্রমণ ছড়াচ্ছে, বিষয়টি খেলায় রাখুন।"