ওয়েব ডেস্ক: কোনও সাধারণ মানুষ, আয়া, চতুর্থ শ্রেণির কর্মী নয়। হাসপাতালের নার্সদের বিরুদ্ধে উঠেছে AIDS রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। যে কোনও হাসপাতাল নয়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মত প্রাচীন ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের সু শিক্ষিত নার্স। অভিযোগ, তাঁদের ধারণা AIDS রোগীর চিকিত্‍সা করলে AIDS আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মত প্রাচীন ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠল কূসংস্কারের অভিযোগ। HIV পজিটিভ প্রসূতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন মহিলার স্বামী। কোনও প্রত্যান্ত গ্রামের হাসপাতালের আয়া নয়। মহিলার স্বামীর অভিযোগ, HIV পজিটিভ প্রসূতির থেকে নার্স ও আয়াদের AIDS হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে কলকাতা মেডিকেল কলেজ  হাসপাতালের নার্সরা। এবং সেই কারণেই প্রসূতির সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয়েছে।


আরও পড়ুন- আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে 'মহিলার সম্মানহানি'র অভিযোগ মহুয়া মৈত্রের


কাকিনাড়ার বাসিন্দা।  স্ত্রীকে সঙ্গে নিয়ে আসছিলেন কলকাতা মেডিকেল কলেজ। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই প্রসব হয়ে যায়। কোনক্রম জীবিত সন্তান কে নিয়ে হাসপাতালে পৌছান। হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি ও সদ্যজাতকে। অভিযোগ, ঠিক যেই মাত্র নার্সরা জানতে পারেন প্রসূতি HIV পজিটিভ, বদলে যায় তাদের ব্যবহার। খবর দেওয়া হয়েছে সদ্যজাতর  মৃত্যু হয়েছে। এমন কী প্রসূতিকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মহিলার স্বামী। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।


আরও পড়ুন- দুর্ঘটনার পর কেটে গেছে তিনদিন, অধরা চালক, বিক্ষোভে উত্তাল কাঁকুরগাছি