ওয়েব ডেস্ক: ফের অটোচালকের বিরুদ্ধে যাত্রী নিগ্রহের অভিযোগ। রাস্তায় ফেলে যাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ব্যারাকপুরে। ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালের সামনে অটোতে ওঠেন বেলঘরিয়ায় সুদীপ্ত ভট্টাচার্য। অযথা থেমে থেমে অটো চলায় আপত্তি জানান সুদীপ্ত ভট্টাচার্য। এতে অটো চালক দ্বিগুন ভাড়া দাবি করে। অভিযোগ দ্বিগুণ ভাড়া দিতে অস্বীকার করলে সুদীপ্ত ভট্টাচার্যকে রাস্তায় ফেলে মারধর করে অটোচালক। খড়দহ থানায় অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


এদিকে, বাগনানে সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর কনভয়ে ঢুকে পড়ল বেপরোয়া বাইক। গাড়িতে ধাক্কা মারলেও, দুজনই নিরাপদে ও অক্ষত অবস্থায় রয়েছেন। পুলিস জানাচ্ছে, ৬ নম্বর জাতীয় সড়কে মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন দুজন। টাল সামলাতে না পেরে শিশির ও দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারে বাইকটি। অভিযুক্ত ২ জনকেই গ্রেফতার করা হয়েছে। (আরও পড়ুন- কবিতার জন্য কবির বিরুদ্ধে FIR, অনুশোচনা নেই শ্রীজাত'র )