নিজস্ব প্রতিবেদন: ঘরে একা পেয়ে সাতাশ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ পঞ্চাশোর্ধ প্রতিবেশীর বিরুদ্ধে। এন্টালির মতিঝিল লেনের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এলাকারই একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও মেয়ে। বৃদ্ধা মা পরিচারিকার কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে পড়ে পাশের ঘরের ভাড়াটিয়া গুরুপদ পোদ্দার। অভিযোগ, মাকে খুন করার হুমকি দিয়ে জোর করে তরুণীকে ধর্ষণ করে ওই ব্যক্তি। মা বাড়ি ফিরলে তাকে সব কথা খুলে বলে ওই যুবতী। অভিযোগ দায়ের হয় এন্টালি থানায়। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। যুবতীর মেডিক্যাল চেকআপ করা হয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।


আরও পড়ুন- বউদির সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, দেখে ফেলায় স্ত্রীকে খুন


উল্লেখ্য, শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় নাবালিকাকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় যুবক গুড্ডু সাহানির বিরুদ্ধে। এলাকার বাসিন্দারাই অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিস এসে গ্রেফতার করে তাকে।