নিজস্ব প্রতিবেদন: ধার দেওয়ার ৩০ হাজার টাকা ফেরত চাওয়ায় খুন এক মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ৪ নম্বর ডিপিএস রোডে। মৃতের নাম লক্ষ্মী দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী মুদিয়ালিতে পরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিবশঙ্কর দাস নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। সময়ে পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দিতে চাইছিলেন না শিবশঙ্কর।

অন্যান্য দিনের মতো শুক্রবারও কাজে বের হন লক্ষ্মী। দুপুরে তাঁর বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ফেরেননি। পরিবারের তরফে এলাকায় খোঁজ শুরু হয়। যেখানে কাজ করতেন লক্ষ্মী, সেখানে যোগাযোগ করে পরিবার। সেখান থেকে তাঁর জানতে পারেন, লক্ষ্মীকে শিবশঙ্কর জোর করে তুলে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: লকডাউনের জের! শুধু ক্যানিংয়ে শতাধিককে সাপের কামড়! শিউরে উঠলেন? শুনুন কী বলছেন হাসপাতালের সর্প বিশেষজ্ঞ


এরপরই টালিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে লক্ষ্মীর পরিবার। তদন্ত শুরু করে পুলিস। এলাকা থেকেই উদ্ধার হয় লক্ষ্মীর দেহ। শিবশঙ্করকে ফোন করা হলে, সে সুইচ অফ করে দেয় বলে পুলিস জানায়। এরপর সেই নম্বরই ট্র্যাক করে শিবশঙ্করকে গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, অনলাইন ক্যাবের ব্যবসা রয়েছে শিবশঙ্করের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।