জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের বাজেটে রাজ্যের প্রাপ্তি কার্যত শূন্য। বাংলার ভাগ্যে যখন জুটেছে একটি মাত্র বাণিজ্য করিডর, তখন বরাদ্দ বাড়ল কলকাতা মেট্রো প্রকল্পে। কত? ৬০০ কোটি থেকে বেড়ে ৯০৬ কোটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata on Budget 2024: 'পক্ষপাতদুষ্ট বাজেটে শুধু বঞ্চনা, ছেড়ে কথা বলবে না বাংলা', হুঙ্কার মমতার!


মেট্রো পথে জুড়ছে শহর। স্রেফ ইস্ট-ওয়েস্ট নয়,  এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্তও মেট্রোর কাজ চলছে। সঙ্গে জোকা থেকে বিবাদি বাগ ভায়া মাঝেরহাটও। 


মেট্রো বাজেট
---
প্রকল্প                                           বরাদ্দ ছিল              বরাদ্দ হল


এয়ারপোর্ট-নিউ গড়িয়া                    ১৭৫০ কোটি         ১৭৯১.৩৯


জোকা বিবাদীবাগ                             ৮০০ কোটি            ১২০৮.৬১         


এক দশকেরও বেশি সময় পার।  নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হয়নি না এখনও। তবে এই রুটেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অবশ্য মেট্রোয় অবশ্য পরীক্ষামূলকভাবে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। কবে? ১৫ মার্চ। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। মোট ৫টি স্টেশন। ন্যূনতম ভাড়া ৫ টাকা আর সর্বোচ্চ ২০ টাকা। 


এদিকে মোদী জমানায় দেশে চালু হয়েছে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন। দেশের হাইস্পিড ট্রেন জন্য গত বর্ষে বরাদ্দ ছিল  ১৮,৫৯২ কোটি টাকা। এবারের বাজেটে সেই বরাদ্দ বেড়ে হল  ২১ হাজার কোটি টাকা।


আরও পড়ুন:  Hilsa Festival: ভরা বর্ষায় পেতে ইলিশের নানান স্বাদ, এখানেই তবে চলে যান...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)