Mamata Banerjee: `বক্তৃতার মতই গলা ছেড়ে গাইবে`, রাজনীতির ধরনা মঞ্চে গানের দিদিমণির ভূমিকায় মমতা!
মঞ্চে উপস্থিত বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সোহম প্রমুখ। একের পর এক গান ধরলেন কখনও ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়। সেই গানের সুরে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এটা প্রশাসনিক সভায় কাজ না করার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানের ধমক নয়। বা এটা কর্মীসভায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও কোনও দলীয় নেতা বা নেত্রীকে দলনেত্রীর ধমক নয়। বরং এবার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখা গেল এক্কেবারে নতুন ভূমিকায়! ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। রাজনৈতিক ধরনা মঞ্চে তৃণমূল নেত্রীকে এবার দেখা গেল গানের দিদিমণির ভূমিকায়।
ব্যাপারটা কী, একটু খোলসা করা যাক। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৩টে। দ্বিতীয় দিনে নিজের বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্ধকার হয়ে আসছে, তাই দূর থেকে যাঁরা এসেছেন, তাঁদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই তাড়াতাড়ি নিজের বক্তব্য শেষ করছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরই তিনি বলেন যে, এবার গান চলবে! গান গতকালও হয়েছে। প্রথমদিনও ধরনা মঞ্চে সমবেত সংগীত করতে দেখা গিয়েছিল একদল তৃণমূল ছাত্র-যুবকে। আজকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য শেষের পর শুধু গান চলল-ই না, বরং রীতিমতো গানের দিদিমণির মতো তিনি শুধরে দিলেন ভুল-ত্রুটি।
ধরনা মঞ্চে উপস্থিত বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সোহম প্রমুখ। একের পর এক গান ধরলেন কখনও ইন্দ্রনীল সেন তো কখনও বাবুল সুপ্রিয়। আর সেই গানের সুরে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গলা মেলালেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সোহম সহ ছাত্র যুবদের ব্যান্ড 'জয়ী'। ধরনা মঞ্চে বসে থাকা সবাইকেই গানের সুরে সুর মেলাতে দেখা গেল। আর সবাইকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়, গলা ছেড়ে গান গাওয়ার পরামর্শ দিলেন।
মমতা বলেন,"আমরা যখন বক্তৃতা দিই, তখন তো জোরে জোরে দিই। ঠিক তেমনই গান গাওয়ার সময়ও গলা ছেড়ে গাইবে। তবেই শুনতে ভালো লাগে।" একজন গানের দিদিমণির মতোই ভুল শুধরে দিলেন কড়া নির্দেশ!
আরও পড়ুন, Mamata Banerjee: বড় ঘোষণা মমতার ! ১০০ দিনের কাজে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্যই
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)