নিজস্ব প্রতিবেদন: বাংলায় তৃণমূলকে 'সংখ্যা' দিয়ে চ্যালেঞ্জ জানাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পুরুলিয়ার শিমুলিয়া মাঠ ভরিয়ে চমক দিয়েছিলেন দিলীপ ঘোষরা। এবার কলকাতায় অমিত শাহের সভায় সাম্প্রতিককালের মধ্যে সর্বাধিক লোক আনার পরিকল্পনা নিয়েছে বিজেপি। ৩ অগাস্ট কলকাতায় যুবমোর্চার সভায় এক লক্ষ লোকের সমাবেশ হবে বলে দাবি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় ফিরতে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে বিজেপির শক্তি বাড়াতে চাইছে বিজেপি। পূর্ব ভারতে ওডিশা ও পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছেন মোদী-শাহ। এই দুটি রাজ্যেই বিজেপি 'নবাগত' শক্তি। উত্তরপ্রদেশে পিসি-ভাইপোর মহাজোট হলে ধাক্কা খাবে গেরুয়া শিবির। সেই ধাক্কার লোকসান পুষিয়ে নিতে অন্যত্র নজর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। আর সে কারণেই ২ দিনের বাংলা সফরের পর ফের অগস্টের প্রথম সপ্তাহেই কলকাতায় আসছেন অমিত শাহ। তার আগে ১৬ জুলাই জনসভা করবেন নরেন্দ্র মোদী। উপলক্ষ কৃষকরা হলেও আদতে বঙ্গে লোকসভার ভোটের দামামা বাজাবেন নমো, মত রাজনৈতিক মহলের একাংশের। 


সূত্রের খবর, ৩ অগস্ট কলকাতায় যুবমোর্চার সভায় বিজেপির সব নেতাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। থাকতে পারেন যুবমোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজনও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন কলকাতায় বিজেপি লোক আনতে চলেছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর সভার পরই শুরু হয়ে যাবে পুরোদমে প্রস্তুতি। উল্লেখ্য, ওইদিনই বিধানসভা ঘেরাওয়ের পরিকল্পনা নিয়েছে বিজেপির যুবমোর্চা। আর ওই কর্মসূচিতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যুবমোর্চার নেতা সৌরভ সিকদারের কথায়, ''পুরুলিয়ায় অমিত শাহের সভায় কত লোক এসেছিলেন, তা সবাই দেখেছে। এবার আরও একটা সভা হচ্ছে কলকাতায়। এটাই হবে তৃণমূলের কফিনে শেষ পেরেক।'' 


বিজেপির একলক্ষ লোকের সমাবেশ নিয়ে অবশ্য ভাবিত নয় তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, ''বাংলায় ওদের জনসমর্থন নেই। বাইরে থেকে লোক এনে সভা ভরাতে হবে।''


আরও পড়ুন- কংগ্রেস মুসলিমদের দল, সত্যিই কি বলেছেন রাহুল? প্রশ্ন প্রাক্তন সাংসদের