নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার খবরের জের। আমরি কাণ্ডে সাসপেন্ড করা হস ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে। যদিও সিইওকে অপসারণের দাবিতে অনড় মৃত শিশুর মা। ২ দিনের মধ্যে অপসারণ না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একরত্তি মেয়েটাকে নিয়ে বাবা-মার অনেক স্বপ্ন ছিল।  দিন কাটছিল সেই স্বপ্ন লালন করতে করতেই। আচমকাই অন্ধকার। ঝরে পড়ল ছোট্ট ফুল। সব যে হয়ে গেল কালো। এখন বিচারের আশায় এদিক ওদিক দৌড়ে দিন কাটছে ঐত্রেয়ীর বাবা-মায়ের। 


আরও পড়ুন- কীভাবে মৃত্যু হয়েছে ঐত্রেয়ীর? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল পুলিস


বৃহস্পতিবারের পর শুক্রবারও তাঁরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ি। আশ্বাসে বুক বাঁধছেন তাঁরা। পার্ক সার্কাসে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবারের পর শুক্রবারও সেই দফতর থেকে আশ্বাস মিলেছে। এরপর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সেখানে কথা বলার মত কাউকে খুঁজে পেলেন না তাঁরা। যাঁকে পেলেন, তিনি আশ্বাস দিয়ে দায় সারলেন। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙল। আমরি কর্তৃপক্ষের ওপর চাপ বাড়িয়ে আমরণ অনশনের হুমকি দিলেন ঐত্রেয়ীর বাবা-মা। 


আরও পড়ুন- কীভাবে মৃত্যু হয়েছে ঐত্রেয়ীর? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল পুলিস


ঐত্রেয়ী নেই। সেই শূন্যতা প্রতি মুহূর্ত প্রতি ক্ষণে তাড়া করে বেড়াচ্ছে তার বাবা মাকে। বিচার চান তাঁরা। মেয়ের জন্য বিচার।