জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষকতাই তাঁর একমাত্র স্বপ্ন। অবশেষে স্বপ্ন পূরণ হল অনামিকা রায়ের। এদিন নিয়োগপত্র হাতে নিতে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হাজির হন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরিতে যোগ দিতে চলেছেন অনামিকা রায়। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে বুধবার দুপুরে সল্টলেকের ডিরোজিও ভবনে আসেন অনামিকা রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ববিতা সরকারের অ্যাকাডেমিক নাম্বার ত্রুটিপূর্ণ থাকায়, তাঁকে দেওয়া চাকরি ফিরিয়ে নেয় আদালত। চলতি বছর মে মাসেই সেই চাকরি অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো ১৮ সেপ্টেম্বর নোটিফিকেশন বের করে মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার দুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়োগপত্র নিতে আসেন অনামিকা রায়। তিনি জানান, শিক্ষকতা করাই তাঁর একমাত্র ইচ্ছে ছিল। তাই এই চাকরি পাওয়ায় তাঁর সেই স্বপ্ন পূরণ হল। প্রসঙ্গত, দুর্নীতির দায়ে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। অঙ্কিতা অধিকারীর জায়গায় তাঁর সেই চাকরি পেয়েছিলেন ববিতা রায়। 


অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতা সরকারকে চাকরি দেওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গোটা রাজ্যে। কিন্তু তারপরই ববিতার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা রায়। অনামিকা রায় দাবি করেন, তিনি ববিতার চেয়েও ২ নম্বর বেশি পেয়েছিলেন। ফলে চাকরি পাওয়ার যোগ্য দাবিদার ববিতা নন, তিনি। এরপরই ববিতার চাকরি বাতিল করে অনামিকাকে চাকরিতে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ববিতাকে ৬ মাসের বেতন সহ প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 


আরও পড়ুন, Hilsha: ঢল নামবে সস্তায় পদ্মার ইলিশের, বাংলাদেশের মিষ্টি জলের মাছের অভাব হবে না বাঙালির পাতে!


(Zee 24 Ghanta ডিজিটাল এবার হোয়াটসঅ্যাপেও। টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ফলো করুন ক্লিক করে)


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৬ মে নির্দেশ দেন অনামিকা রায়কে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগের। কিন্তু ৩ সপ্তাহের সেই সময়সীমা পেরিয়ে ৪ মাস হয়ে গেলেও নিয়োগ পাননি অনামিকা। আদালতের নির্দেশের পরেও অনামিকা রায় চাকরি না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারপরই রাতারাতি অনামিকাকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এরপরই এদিন নিয়োগপত্র হাতে পেলেন অনামিকা রায়। পুলিস ভেরিফিকেশনের কারণে নিয়োগ আটকে ছিল বলে আদালতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 


আরও পড়ুন, Jaynagar: ক্রেতা সেজে ফাঁদ পুলিসের! বাড়িতেই অস্ত্র কারখানার হদিস জয়নগরে



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)