নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্যভবনের সামনে পশুপ্রেমীদের ওপর পুলিসি হামলার অভিযোগ। অভিযোগ, পুলিসের মারে জখম হয়েছেন বেশ কয়েকজন পশুপ্রেমী। এমনকী পুরুষ পুলিসকর্মীরা মহিলাদের নিগ্রহ করেন বলেও অভিযোগ উঠেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NRS-এ সারমেয় নিধনকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। অভিযোগ, সেই সময়ই তাদের ওপর হামলা চালায় পুলিস। পুলিসের মারে বেশ কয়েকজন পশুপ্রেমী গুরুতর জখম হয়েছেন বলে দাবি। 


সংগঠনটির সদস্য তথা অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। চলছিল স্লোগানিং। তখনই হঠাত্ আমাদের কর্মীদের সঙ্গে বিতণ্ডা শুরু করেন পুলিসকর্মীরা। আমাদের ছেলেরা প্রতিবাদ করলে মারধর শুরু করে পুলিস। মাটিতে ফেলে লাথি-ঘুসি মারতে শুরু করেন পুলিসকর্মীরা। নিস্তার পাননি মহিলারাও। এক মহিলাকে ছুঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়। 


আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে খুন যুবক


আহত পশুপ্রেমীদের হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়।