নিজস্ব প্রতিবেদন: নিপা সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি আরও ১। রাজেশ মণ্ডল নামে ওই ব্যক্তি মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। বেলেঘাটা আইডি-তে এই নিয়ে ৩ জন নিপা সংক্রমণ সন্দেহে ভর্তি বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবারই নিপার উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন আশিক মণ্ডল নামে এক ব্যক্তি। রাজেশ আশিকেরই পাশের পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজেশের পরিবারের দাবি, কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি। গত ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে ডোমকল, পরে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।