আন্দোলনের জেরে নিজেদের স্বর্ণপদক ফিরিয়ে দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তনীরা। পদক ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাঁরা খুঁজে নিয়েছেন প্রতিবাদের ভাষা। অহনার  পর এবার অন্তরীপ। গোল্ড মেডেল ফিরিয়ে প্রতিবাদে নামলেন যাদবপুরের প্রাক্তনী অন্তরীপ সেনগুপ্ত। আজই রেজিস্ট্রারের কাছে নিজের স্বর্ণপদক ফিরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিস বিভাগের এই প্রাক্তনী।


অন্যদিকে, এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠল। অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করে দিয়েছেন পড়ুয়ারা। তাঁরা সাফ জানিয়েছেন উপাচার্যের পদত্যাগ না পর্যন্ত চলবে যাদবপুরের আন্দোলন। পড়ুয়াদের দাবি তাদের লুকিয়ে চুপি চুপি বিশ্ববিদ্যালয়ে এসেছেন উপাচার্য।