নিজেস্ব প্রতিবেদন: ২০১৯-এর মার্চ মাস। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন অর্জুন সিং (Arjun Singh)। ২০২২-এর মে মাস। অর্জুনের 'ঘর ওয়াপসি' হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঝের তিন বছরে নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিজেপির সাংসদ হয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। সরাসরি নিশানা করেছেন কখনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), কখনও অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee)। রবিবার পদ্ম ছেড়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। তারপর ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত। কিন্তু তারপরও বারাকপুরের সাংসদের ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করছে মমতা-বিরোধী পোস্টার (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত) । যা নিয়ে কটাক্ষ করছে এবং খোঁচা দিচ্ছে নেটিজেনরা।




বিরোধীরা যতই তাঁর অতীতের শাসকবিরোধী মন্তব্যকে হাতিয়ার করুক, তাতে দমতে নারাজ অর্জুন সিং (Arjun Singh)। Zee 24 Ghanta-কে সোমবার তিনি বলেন, "আমি সংগঠনের লোক। দল যা কাজ দেবে আমি তাই করব। কে আমাকে মন থেকে স্বাগত জানাল, না জানাল, তা অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদি দেখবেন।"



রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে নিজের পুরনো দলে যোগ দেন অর্জুন সিং (Arjun Singh)। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সমস্ত নেতা- জ্য়োতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। তাঁদের উপস্থিতিতেই অর্জুনের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)