মৌমিতা চক্রবর্তী: ব্যবধান সপ্তাহ দেড়েকে। নিরাপত্তা প্রত্য়াহারে পর এবার বিজেপি কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুপম হাজরাকে। কবে? আজ, মঙ্গলবার শাহি সফরের পরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Amit Shah: কাটমানির বাংলায় হাওয়া চটি ভাঁওতা! আইটি সেলের বৈঠকে শাহ-বান


একসময়ে বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম হাজরা। পরে যোগ দেন বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন তিনি। কেন অপসারণ?  গত কয়েকদিন ধরেই রীতিমতো 'বেসুরো' হয়ে উঠেছিলেন অনুপম। স্রেফ রাজ্য নেতৃত্বের সমালোচনা নয়, বোলপুর তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে গিয়েছিলেন।



আরও পড়ুন: COVID-19: ছড়াচ্ছে সংক্রমণ! কলকাতায় আরও ৫ করোনা আক্রান্তের হদিশ..


এদিকে এই ঘটনায় যে বিজেপির রাজ্য নেতৃত্ব অসন্তুষ্ট, তার ইঙ্গিত মিলেছিল আগেই। কীভাবে? সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যা সরাসরি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। দীর্ঘ দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)