ভোগান্তির দ্বিতীয় দিন, অ্যাপ ক্যাব চালকদের পাশাপাশি মঙ্গলবার ধর্মঘটে হলুদ ট্যাক্সিও
সোমবারের মতোই এদিনও রাস্তায় অমিল অ্যাপ ক্যাব। অফিস যাত্রীদের চরম ভোগান্তি। পাশাপাশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষও।
নিজস্ব প্রতিবেদন: অ্যাপ ক্যাব ধর্মঘটের দ্বিতীয় দিনে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ল আরও খানিকটা। অ্যাপ ক্যাবের পাশাপাশি মঙ্গলবার ধর্মঘট ডেকেছে হলুদ ট্যাক্সিও।
সোমবারের মতোই এদিনও রাস্তায় অমিল অ্যাপ ক্যাব। অফিস যাত্রীদের চরম ভোগান্তি। পাশাপাশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষও। ভাড়াবৃদ্ধির দাবিতে সোমবার থেকে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব চালকরা। সোমবার রাস্তায় নিত্যযাত্রীদের ভরসা ছিল হলুদ ট্যাক্সি। কিন্তু মঙ্গলবার তারাও ধর্মঘটে সামিল। ফলে রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে যাত্রীদের ভোগান্তি। হাওড়া, শিয়ালদা স্টেশন কিংবা দমদম বিমানবন্দরের চিত্র আরও খারাপ।
বিধানসভায় আসতে চলেছে টেকনিসিয়ান ষ্টুডিও প্রাইভেট লিমিটেড সংশোধনী বিল
অ্যাপ ক্যাব চালকদের অভিযোগ, লভ্যাংশের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। পর্যাপ্ত টাকা দিচ্ছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি। পাশাপাশি রাস্তায় বেরোলে পুলিসি হয়রানির স্বীকারও হচ্ছেন তাঁরা। তারই প্রতিবাদে টানা দুদিনের ধর্মঘট।