মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না আরাবুল ইসলাম!
মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না আরাবুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, নো কমেন্টস। সোমবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা মিজানুর আলম গুলিবিদ্ধ হন। তারপরেই আরাবুলের বিরুদ্ধে FIR দায়ের হয়। গতকাল তাঁর গ্রেফতারের দাবিতে ভাঙড়ের পোলেরহাটের সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা।
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না আরাবুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, নো কমেন্টস। সোমবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা মিজানুর আলম গুলিবিদ্ধ হন। তারপরেই আরাবুলের বিরুদ্ধে FIR দায়ের হয়। গতকাল তাঁর গ্রেফতারের দাবিতে ভাঙড়ের পোলেরহাটের সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা।
আরও পড়ুন "আবেশ দাশগুপ্তের মৃত্যুতে দুর্ঘটনারই ইঙ্গিত", পরিবারকে জানালেন জয়েন্ট সিপি ক্রাইম
রাজনৈতিক মহল বলছে, এই মুহূর্তে বেশ চাপে রয়েছেন আরাবুল। সেই চাপ কাটাতেই আর এই পরিস্থিতি থেকে বেরোতেই আজ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়েও নেত্রীর দেখা পেলেন না তিনি। তবে, কি আরাবুলের আর দলে এবং মুখ্যমন্ত্রীর কাছে, তাঁর সেই আগের জায়গা নেই?
আরও পড়ুন ৫৮ বছর বয়সে জন্ম দিলেন মেয়ের!